টিডিএন বাংলা ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম রূপান্তরকামী সেনেটর হলেল সারা ম্যাকব্রাইড। মার্কিন মুলুকে এলজিবিটিকিউ অধিকারের হয়ে জোর সওলাল করে ইতিমধ্যেই যথেষ্ট জনপ্রিয় তিনি। এবার মার্কিন রাজনীতিবিদ হিসাবেও জনপ্রিয়তার শীর্ষে সারা ম্যাকব্রাইড। আমেরিকার প্রথম রূপান্তরকামী সেনেটর হলেন তিনি। মাত্র ৩০ বছর বয়সী এই ডেমোক্র্যাট প্রার্থী ডেলাওয়ার থেকে ভোটে জিতেছেন।