টিডিএন বাংলা ডেস্ক: আমেরিকায় দাবানলে দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে অন্ততপক্ষে ৩৬ জনের। ক্রমবর্ধমান দাবানল ছড়িয়ে পড়তেই ইতিমধ্যেই ওয়াশিংটন, ক্যালিফোর্নিয়া এবং ওরেগন প্রদেশের দাবানল কবলিত অঞ্চলে জারি করা হয়েছে রেড অ্যালার্ট।
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছেন অন্তত ৩৬ জন। নিখোঁজ রয়েছেন আরো কয়েকজন। ৬-৭ হাজার ঘরবাড়ি, অফিস পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। প্রায় ৪ কোটি একর এলাকা ঝলসে গিয়েছে। আগুনের হাত থেকে বাঁচতে লক্ষ লক্ষ মানুষ এলাকা ছেড়ে পালিয়েছেন।