আন্তর্জাতিক

বিশ্বের শীর্ষ দশ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় এরদোগান পত্নী এমিনে এরদোগান

টিডিএন বাংলা ডেস্ক: সমাজকল্যাণমূলক কাজ ও নারীর ক্ষমতায়ন নিয়ে বিশ্বে অবদান রাখায় বিশ্বের শীর্ষ দশ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের স্ত্রী এমিনে এরদোগান। রবিবার এই তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ও বেলজিয়াম থেকে পরিচালিত সংস্থা থিঙ্ক ট্যাঙ্ক ইন্সটিটিউট অফ পিস অ্যান্ড ডেভেলপমেন্ট। মূলত প্রতি বছর বিশ্বজুড়ে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সেরা দশ মুসলিম ব্যক্তিত্বকে আন্তর্জাতিক শান্তি পুরস্কারের জন্য মনোনীত করে এই আন্তর্জাতিক সংস্থা। তাদের মধ্যে সেরা একজনকে বেছে নেওয়া হয়। এবারে সেই তালিকায় থেকে আন্তর্জাতিক শান্তি পুরস্কার-২০২০ সালের জন্য মনোনীত হয়েছেন এমিনে এরদোগান। তালিকায় রয়েছেন মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মাহাথির মুহাম্মদ, বাহরাইনের মহিলা পরিষদের প্রধান শাখাই নূরা আল খলিফা, মুসলিম ওয়ার্ল্ড লিগের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ বিন আবদুল আল কারিম আল ইসা, মার্কিন মুসলিম কংগ্রেস ওম্যান ইলহান ওমর, ব্রিটেনের হাউস অফ লর্ডসের সদস্য লর্ড নাজির আহমেদ এবং দোহা আন্তর্জাতিক কেন্দ্রের চেয়ারম্যান ইব্রাহিম বিন সালাহ আল নাওমি।

Related Articles

Back to top button
error: