১৬ রাউন্ডের শেষে শুভেন্দুকে পেছনে ফেলে নন্দীগ্রামে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়

টিডিএন বাংলা ডেস্ক: সকাল থেকে নন্দীগ্রামের আসন নিয়ে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় যখন তৃণমূল প্রার্থীরা বিজেপিকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছিলেন তখন নন্দীগ্রামে বিজেপি প্রার্থীর শুভেন্দু অধিকারীর থেকে কয়েক হাজার ভোট পেছনে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।তবে বেলা শেষ হয়ে আসার সাথে সাথেই পরিবর্তন হতে থাকে ভোটের প্রবণতা। বাড়তে থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্ত ভোটের সংখ্যা। শেষ পাওয়া খবর পর্যন্ত, ১৬ দফা ভোট গণনা শেষে ৮২০ ভোটে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পিছিয়ে পড়েছেন শুভেন্দু অধিকারী।