রাজ্য

অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন বাবুল সুপ্রিয়

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা বাবুলের। আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়র কনভয়ের গাড়ি দুর্ঘটনায় পড়েন। ঘটনাটি ঘটেছে আসানসোলের জামুড়িয়া থানার সাতগ্রামের ২ নং জাতীয় সড়কে। দুর্ঘটনায় পড়া গাড়িতে বাবুল সুপ্রিয় না থাকায় ভাগ্যক্রমে তিনি প্রানে বেঁচে যান। আসানসোল থেকে কলকাতায় ফিরছিলেন বাবুল। ২ নম্বর জাতীয় সড়কে জামুড়িয়া থানার কাছে সাতগ্রামের কাছে আচমকাই উল্টো লেনে একটি বোলেরো গাড়ি আসানসোলের দিকে যাচ্ছিল।

ওই গাড়টি দেখেই বাবুলের গাড়ির চালক গাড়ি থামিয়ে দেন। বাবুলের পিছনেই ছিল তাঁর ব্যক্তিগত সচিব ধর্মেন্দ্র কৌশলের গাড়ি। উল্টো দিক থেকে আসা বোলেরো গাড়িটি এসে সজোরে ধাক্কা মারে ধর্মেন্দ্র কৌশলদের গাড়িতে। তিনি এবং আরও এক জন চোট পান। তাঁরা দু’জনেই পায়ে চোট পেলেও তাঁদের আঘাত গুরুতর নয়। ঘটনাস্থলেই গাড়িটিকে পুলিশের জিম্মায় দিয়ে কলকাতার দিকে রওনা দেন বাবুল-সহ অন্যরা। এই ঘটনার জেরে দীর্ঘক্ষন যানজট থাকে জাতীয় সড়কে। বিজেপি সাংসদ- এর গাড়িতে এমন দুর্ঘটনায় প্রবল উত্তেজনা সৃষ্টি হয়। অনেকেই এই দুর্ঘটনার পিছনে তৃণমূলের হাত খুজতে চেয়েছে। কিন্তু ঘটনার প্রধান অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে জামুরিয়া থানার পুলিশ। জানা গিয়েছে, ঘাতক গাড়ির চালক মত্ত ছিল। সে উল্টো দিক থেকে হঠাত্ করে লেন ভেঙে কনভয়ে ঢুকে পড়ে। তাকে পুলিশ গ্রেপ্তার করার পাশাপাশি অন্যান্য গাড়িতে থাকা আরোহীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Related Articles

Back to top button
error: