HighlightNewsদেশ

“হিন্দুরা কখনোই ভারতবিরোধী হতে পারে না,দেশপ্রেম তাদের মূল চরিত্র”; মোহন ভাগবতের এই মন্তব্যের পাল্টা জবাব আসাদউদ্দিন ওয়েসির,”গডসেকে নিয়ে কী বলবেন?”

টিডিএন বাংলা ডেস্ক: যদি কেউ হিন্দু হন তাহলে তিনি অবশ্যই দেশপ্রেমিক হবেন। শুক্রবার জেকে বাজাজ এবং এমডি শ্রীনিবাসের লেখা “মেকিং অফ দ্য হিন্দু প্যাট্রিয়ট: ব্যাকগ্রাউন্ড অফ গান্ধীজীস্ হিন্দ স্বরাজ” বইটিরপ্রকাশনী অনুষ্ঠানে এসে ভাষণ দিতে গিয়ে এমনটাই মন্তব্য করেন আরএসএস প্রধান মোহন ভাগবত। ‘তাঁর ধর্মের থেকেই তাঁর দেশপ্রেমের উদ্ভব’ মহাত্মা গান্ধীর এই মন্তব্যের সূত্র ধরে আরএসএস প্রধান মোহন ভাগবত বলেন হিন্দুরা কখনোই ভারতবিরোধী হতে পারে না,দেশপ্রেম তাদের মূল চরিত্র এবং প্রকৃতি। মোহন ভাগবতের এই মন্তব্যকে কটাক্ষ করে এআইএমআইএম সভাপতি আসাদউদ্দিন ওয়েসি পাল্টা প্রশ্ন,”ভাগবত জি কি বলবেন, গান্ধীর হত্যাকারী গডসের প্রসঙ্গে তাঁর কি মন্তব্য?”

মোহন ভাগবতের ওই মন্তব্য শেয়ার করে নিজের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে একটি টুইট করে আসাদউদ্দিন ওয়েসি লিখেছেন,”ভাগবত কি উত্তর দেবেন: গান্ধীর হত্যাকারী গডসে সম্পর্কে? নেলি গণহত্যার জন্য দায়ী ব্যক্তিদের সম্পর্কে, ১৯৮৪-এর শিখবিরোধী ও ২০০২ সালের গুজরাট গণহত্যা প্রসঙ্গে?”

তিনি আরো বলেন,”এটা যুক্তিসঙ্গত যে ধর্মের প্রতি বৈষম্য ছাড়াই বেশিরভাগ ভারতীয় দেশপ্রেমিক। এটা শুধুমাত্র আরএসএসের অযৌক্তিক মতাদর্শই হতে পারে যে একটি ধর্মের মানুষদের স্বয়ংক্রিয়ভাবে দেশপ্রেমিকের শংসাপত্র দিয়ে দেওয়া হয় এবং অন্যেরা এটা প্রমাণ করার জন্য এমনকি নিজেদের ভারতীয় হিসেবে বলার জন্য প্রাণপাত করে দিতে হয়।”

Related Articles

Back to top button
error: