HighlightNewsরাজ্য

বাঁকুড়ায় স্ট্রংরুমের বাইরে ব্যালট, বিডিও-এসডিওকে হাইকোর্টের তলব

টিডিএন বাংলা ডেস্ক: বাঁকুড়ায় স্ট্রংরুমের বাইরে ব্যালট, বিডিও-এসডিওকে তলব করল কলকাতা হাইকোর্ট। বড়জোড়ার এসডিও, বিডিও ছাড়াও প্রিসাইডিং অফিসারকেও হাজিরার নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি অমৃতা সিনহা ৮ অগাস্ট বাঁকুড়ার এসডিও, বিডিওকে হাজিরার নির্দেশ দিয়েছেন। অভিযোগ উঠেছে, স্ট্রং রুমের বাইরে সিপিএমের প্রতীকে ছাপ দেওয়া ২৪৮টি ব্যালট উদ্ধার হয়েছে। কী করে স্ট্রং রুমের বাইরে মাটিতে পড়ে থাকে ব্যালট? জানতে চেয়েছে হাইকোর্ট। রাজ্য সরকারের দাবি, ব্যালট আসল নয়, বাইরে পড়েছিল নকল ব্যালট। এর পরিপ্রেক্ষিতে, বিচারপতি অমৃতা সিনহার পাল্টা প্রশ্ন, গ্রামবাসীরা ব্যালট ছাপানোর টাকা পাবে কোথা থেকে?

 

Related Articles

Back to top button
error: