টিডিএন বাংলা ডেস্ক: আচমকাই অসুস্থ হয়ে পড়ার কারণে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিসিসিআই প্রেসিডেন্ট তথা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এদিন সকালে জিমে এক্সারসাইজ করার সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। তার হাত এবং পিঠে অসহ্য যন্ত্রণা শুরু হয় এবং চোখের সামনে অন্ধকার ছেড়ে আসে। বর্তমানে চিকিৎসকদের নজরদারিতে রয়েছেন তিনি।