কেরালা বিধানসভা নির্বাচনের আগে বিপাকে কংগ্রেস, খোদ রাহুল গান্ধীর কেন্দ্রেই ইস্তফা দিলেন চার নেতা

টিডিএন বাংলা ডেস্ক: কেরালা বিধানসভা নির্বাচনের আগে বড়সড় বিপাকের মুখে কংগ্রেস। খোদ রাহুল গান্ধীর লোকসভা কেন্দ্র ওয়েনাড় থেকেই ইস্তফা দিলেন চারজন কংগ্রেস নেতা। এই চারজন হলেন, কেরল প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক এম এস বিশ্বনাথন, ওয়েনাড় জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক অনিল কুমার, কেরল প্রদেশ কংগ্রেসের কর্যনির্বাহী কমিটির সদস্য কে কে বিশ্বনাথন ও রাজ্য মহিলা কংগ্রেসের সম্পাদক সুযায়া বেনুগোপাল। জানা গেছে আসন্ন বিধানসভা নির্বাচনের টিকিট বিলিকে কেন্দ্র করে রাজ্য কংগ্রেসের প্রবল অসন্তোষ সৃষ্টি হয়েছে। টিকিট বিলিতে অস্বচ্ছতা হওয়ার অভিযোগ নিয়ে গত বুধবার দল ত্যাগ করেছিলেন কেরল প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক এম এস বিশ্বনাথন। ওয়েনার লোকসভা কেন্দ্রের কুরুমা প্রজাতির কংগ্রেস নেতাদের দাবি, টিকিট বিলিতে কুরুমা প্রজাতির প্রার্থীদের অবহেলা করা হয়েছে।