বাইডেনকে জয়ী স্বীকার করেও ফের উল্টো সুর ট্রাম্পের

টিডিএন বাংলা ডেস্ক: জো বাইডেনকে জয়ী স্বীকার করেও ফের উল্টো সুর করলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার জনসমক্ষে বাইডেনের জয়ী হওয়া নিয়ে মুখ খুলেছিলেন ট্রাম্প। সেই খবর সংবাদমাধ্যমে প্রচারিত হতেই এদিন পাল্টা বলেন, ‘ভুয়ো সংবাদমাধ্যমের চোখে বাইডেন জয়ী। হার-জিত নিয়ে কোনও কিছুই স্বীকার করিনি। এখনও দীর্ঘ লড়াই বাকি। এই নির্বাচনে রিগিং হয়েছে। আমরাই এই নির্বাচন জিতব।’