টিডিএন বাংলা ডেস্ক: বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার করোনায় আক্রান্ত হয়েছেন। গত ৪ দিন ধরে তিনি অসুস্থ ছিলেন, এরপর করোনা পরীক্ষা করা হয়। পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। বিহারের সিএমওর মতে, মুখ্যমন্ত্রী বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন এবং চিকিৎসকরা তাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন।