টিডিএন বাংলা ডেস্ক: অনেক আগেই দেশজুড়ে ৫জি নেটওয়ার্ক পরিষেবা চালু করার ঘোষনা দিয়ে ছিল কেন্দ্রের মোদী সরকার। এবার সেই ঘোষণা কার্যকর করতে প্রথম পদক্ষেপ হিসাবে অনলাইনে শুরু করা হল ৫জি স্পেকট্রাম নিলাম প্রক্রিয়া। এই অনলাইন নিলামে অংশগ্রহণ করেছে রিলায়েন্স জিও, ভারতী এয়ারটেল, ভোডাফোন ও আদানি গ্রুপ। কেন্দ্র সরকার পূর্বেই জানিয়েছে, তারা আগামী ১৫ অগাস্টের মধ্যে দেশে ৫জি পরিষেবা শুরু করতে চায়।
জানা গিয়েছে, ২০ বছরের বৈধতা সহ মোট ৭২০৯৭.৮৫ মেগাহার্টজ স্পেকট্রাম নিলাম হচ্ছে। এই ৫জি পরিষেবা চালু হলে দেশের অনলাইন যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে। তবে এই পরিষেবার বিরুদ্ধেও মত দিয়েছেন অনেকেই। অনেক পরিবেশবিদদের আশঙ্কা এর ফলে পরিবেশের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে।