নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, বীরভূম: পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবক ও এক কিশোরের। আশংকাজনক এক। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে বীরভূমের মহম্মদ বাজার থানার সোতসালের এর কাছে রানিগঞ্জ-মোর গ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কের উপর। মৃতেরা হলো কালী বাগটি(১৭) এবং সুরজ বাগদী(২১)। দুজনেরই বাড়ি ডেউচা গ্রামের বাগদী পাড়ায়। আশঙ্কাজনক হলেন বাবন বাগদি(২১)। বাড়ি গনপুরের গোপালনগর।
জানা গিয়েছে, গত সোমবার রাত্রে গোপাল নগর থেকে ফেরার পথে ওই যুবকদের মোটরবাইককে ধাক্কামারে একটি লরি। আশঙ্কাজনক অবস্থায় তিন জনকে উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সিউড়ি হাসপাতালে সুরজ মারা যায়। কালি এবং বাবনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। রাস্তা নিয়ে যাওয়ার পথে কালি মারা যায়। বাবন সেখানে চিকিৎসাধীন।