প্রশান্ত কিশোরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য মুর্শিদাবাদের তৃণমূল বিধায়ক নিয়ামত শেখের

টিডিএন বাংলা ডেস্ক: তৃণমূলের ক্ষতির জন্য দায়ী পিকে। সোমবার এমনই বিস্ফোরক মন্তব্য করলেন মুর্শিদাবাদের তৃণমূল বিধায়ক নিয়ামত শেখ। পাশাপাশি তৃণমূলের মুর্শিদাবাদ জেলা সভাপতিকেও তীব্র ভাষায় আক্রমন করেছেন তিনি।

বহরমপুরের কাঁটাবাগানের এক সভায় সামিল হয়ে বিধায়ক নিয়ামত শেখ বলেন, “তাবড় তাবড় রাজনৈতিক বীরেরা থাকতে আজকে পিকের কাছে আমাদের রাজনীতি শিখতে হবে? পিকে কী রাজনৈতিক নেতা? তৃণমূল কংগ্রেসের কোন দায়িত্বে রয়েছেন তিনি? তিনি কি রাজ্যের কোনও নেতা? আমরা জানি না এখনও। পিকে নেতৃত্ব দিচ্ছে, আমি মেনে নিলাম। কিন্তু দলের কোন নেতা কোন পর্যায়ে আছেন? আজকে আমাদেরকে ব্যবহার করছে। এই সিস্টেম এলই বা কোথা থেকে? পিকেকে কারা ব্যবহার করছে আমি জানি না।” জেলা সভাপতি প্রসঙ্গে বলেন, “আগে কোনওরকম সমস্যা তৈরি হলে জেলা সভাপতি পথ দেখাতেন। কিন্তু বর্তমান জেলা সভাপতি কোনও কাজ করেন না। কেন তা জানি না।”