HighlightNewsরাজ্য

পুলিশকর্মীদের কাজকর্মের উপর ডিজিটাল নজরদারির ব্যবস্থা বীরভূম পুলিশের

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা : যেকোনো ধরনের অপরাধ রুখতে পুলিশকর্মীদের ভূমিকার উপর ডিজিটাল নজরদারির ব্যবস্থা বীরভূম পুলিশের। বৃহস্পতিবার বীরভূমের সিউড়িতে এ কর্মসূচির আনুষ্ঠানিক শুভ সূচনা করেন জেলা পুলিশ সুপার নাগেন্দ্রনাথ ত্রিপাঠী। ব্যাংক, বাণিজ্য কেন্দ্র, ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় প্রভৃতি স্থানকে এই “ই-নজরদারি” কর্মসূচির আওতায় আনা হয়েছে।

বীরভূম জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেলার ওই ধরনের ৭০৭টি কেন্দ্র চিহ্নিত করা হয়েছে “ই-নজরদারি” কর্মসূচিতে। ওই কেন্দ্র গুলির নির্দিষ্ট জায়গায় বারকোড সাঁটানো হয়েছে। ওখানে নজরদারি চালানোর জন্য দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মী তার মোবাইল সংশ্লিষ্ট বারকোড এর ওপর স্ক্যান করলেই তার উপস্থিতি কন্ট্রোল রুমে পৌঁছে যাবে। পুলিশের দাবি জেলাকে অপরাধ শূন্য করার লক্ষ্যে এই “ই- নজরদারি” কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট স্থানের নজরদারিতে দায়িত্বপ্রাপ্ত পুলিশকর্মী তার কর্তব্য ঠিকঠাক পালন করেছে কিনা এই প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করবে। জেলার সমস্ত থানার পুলিশ কর্মী এবং সিভিক ভলেন্টিয়াররা এই কর্মসূচির আওতায় পড়বে। বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠী বলেন, “কার বাইক এবং অন্যান্য পেট্রোলিং টিম সংশ্লিষ্ট স্থানে ঠিকঠাক নজরদারি করছে কিনা তা দেখার জন্য প্রযুক্তি সহায়তা নেওয়া হয়েছে। এই হিসেবে “ই-নজরদারি” কর্মসূচি নেওয়া হয়েছে।

Related Articles

Back to top button
error: