HighlightNewsদেশ

একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে এগিয়ে বিজেপি; “আমরাই জিতছি” বলে দলীয় কর্মীদের আশ্বস্ত করলেন তেজস্বী যাদব

টিডিএন বাংলা ডেস্ক: যত দিন গড়াচ্ছে বিহার নির্বাচনের ফলাফল ততই আকর্ষণীয় হয়ে উঠছে। এক দিকে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এগিয়ে চলেছে বিজেপি। অপরদিকে,”আমরাই জিতছি” বলে দলীয় কর্মীদের আশ্বস্ত করলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। এখনও পর্যন্ত প্রায় ৩১ শতাংশ ভোট গণনা সম্পূর্ণ হয়েছে। যার মধ্যে ৭৫ আসনে এগিয়ে রয়েছে বিজেপি। ১৯ টি আসনে মহাজোটের সঙ্গে হাজার ভোটের কম ব্যাবধানে রয়েছে এনডিএ। ৮ টি আসনে হাজার ভোটের কম ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে এনডিএ। অপরদিকে, দ্বারভাঙায় জিতে গেছেন আরজেডি প্রার্থী।

সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, ১২৯ আসনে এগিয়ে রয়েছে এনডিএ। ১০৩ আসনে এগিয়ে রয়েছে মহাজোট। যার মধ্যে আরজেডি এগিয়ে রয়েছে ৬৫টি আসনে, ২০ টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস এবং ১৮টি আসনে এগিয়ে রয়েছে বামেরা। এলজেপি ১টি আসনে এগিয়ে রয়েছে আর বাকি ১০ টি আসনে এগিয়ে অন্যান্যরা। এই পরিস্থিতিতে মহাজোট সরকার গর্বে বলে টুইট করেছে আরজেডি। নিজের বাসভবন থেকে বেরিয়ে এসে দলীয় নেতা, কর্মীদের উৎসাহ না হারানোর পরামর্শ দিয়েছেন তেজস্বী যাদব। “আমরাই জিতছি” বলে দাবি করেছেন তিনি।

 

Related Articles

Back to top button
error: