টিডিএন বাংলা ডেস্ক: করোনা পরিস্থিতির কারণে ৩৫ রাউন্ডের বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল সম্পূর্ণ প্রকাশিত হতে রাত গড়াতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। করোনার গাইডলাইন অনুযায়ী, এবছর বাড়ানো হয়েছে ভোট গণনা কেন্দ্র সংখ্যা। আগে যেখানে ৩৮টি কেন্দ্রে ভোট গণনা হতো সেখানে এবছর ৫৫টি ভোট গণনা কেন্দ্রে চলছে ভোট গণনা প্রক্রিয়া। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে এখনও পর্যন্ত এক কোটিরও বেশি ভোটগণনা হয়েছে। এখনও বিপুল সংখ্যক ভোট গণনা বাকি রয়েছে। ৫৫ টি ভোটগণনা কেন্দ্রে মোট ১.০৬ লক্ষ টাকার ইভিএম মেশিনের ফলাফল গণনা করা হবে। করোনা সংক্রমণের কারণে এবছর ইভিএম মেশিনের তুলনায় পোলিং আফিসারের সংখ্যা কম হওয়ায় ধীর গতিতে চলছে গণনা।