HighlightNewsদেশ

ভোটের আগে বিজেপির তারকা সাংসদের বেফাঁস মন্তব্য

টিডিএন বাংলা ডেস্ক : উত্তরপ্রদেশ নির্বাচন বিজেপির জন্য কঠিন লড়াই। বিরোধী দলের নয়। এই মন্তব্য মথুরার বিজেপি সাংসদ হেমা মালিনীর।

আগামী ১০ ফেব্রুয়ারি প্রথম দফায় মথুরাতে নির্বাচন। তাঁর আগে সংবাদমাধ্যমে হেমা মালিনী বলেন, “উত্তরপ্রদেশ নির্বাচন বিজেপির জন্য খুব কঠিন লড়াই। যোগী আদিত্যনাথ জিতবেন। মথুরাতে প্রচ‍ুর উন্নয়ন হয়েছে। এর পিছনে মূল কান্ডারি আমাদের মুখ্যমন্ত্রী। তীর্থযাত্রীদের কথা মাথায় রেখে ১৪ হাজার কোটি টাকা দিয়ে বরেলী-মথুরা-পিলভিট জাতীয় সড়ক তৈরি করা হবে। এরপর যাঁরা এখানে আসবেন তাঁরা মসৃণ রাস্তা দেখতে পাবেন।”

তবে পঞ্চায়েত নির্বাচনে কাশী, অযোধ্যার পাশাপাশি মথুরার ফলাফলও বিজেপির কাছে খুব হতাশাজনক ছিল। মথুরাতে মোট ৩৩টি আসনের মধ্যে বিজেপি জিতেছিল মাত্র ৮টি আসনে। সবথেকে বেশি আসন জিতেছিল মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টি, ১২টি। রাষ্ট্রীয় লোকদল জিতেছিল ৯টি এবং ১টি আসনে জিতেছিল সমাজবাদী পার্টি। অযোধ্যার ৪০টি আসনের মধ্যে বিজেপি জিতেছিল মাত্র ৬টি আসনে। সমাজবাদী পার্টি একাই জিতেছিল ২৪টি আসনে।

Related Articles

Back to top button
error: