রাজ্য

রাজ্যসভায় প্রার্থী দিতে পারে বিজেপি

টিডিএন বাংলা ডেস্ক : হার নিশ্চিত। তবুও বিশেষ কারণে রাজ্যসভায় প্রার্থী দিতে চায় বিজেপি। এমনই খবর গেরুয়া শিবির সূত্রে। কেন এমন সিদ্ধান্ত?

রাজনৈতিক মহলের মতে, প্রার্থী দেওয়ার পেছনে অন্যতম প্রধান কারণ হচ্ছে, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া মুকুল রায়ের অবস্থানটা স্পষ্ট করা। মুকুল ভোটাভুটিতে কী অবস্থান নেন, সেটা জানতে চায় গেরুয়া শিবির। বিজেপি সূত্র জানিয়েছে, সে ক্ষেত্রে দলত্যাগ বিরোধী আইন নিয়ে সরব হওয়ার সুযোগ থাকছে। প্রার্থী দেওয়ার আরেকটি কারণও উঠে আসছে। সেটি হল, একেবারে বিনা প্রতিদ্বন্ধিতায় তৃণমূলকে না ছাড়া। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, রাজ্যসভায় প্রার্থী দেওয়া নিয়ে দলের মধ্যে কোনও আলোচনা হয়নি।

এদিকে দীনেশ ত্রিবেদী আসনে তৃণমূল প্রার্থী করেছে প্রসার ভারতীর প্রাক্তন অধিকর্তা জহর সরকার কে। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, যারা যত কেন্দ্র বিরোধী কথা বলবে, তারা তত তৃণমূলের কাছে ভালো হবে। তৃণমূল কাকে প্রার্থী করবে সেটা পুরোটাই তাদের বিষয়।

উল্লেখ্য আগামী ৯ তারিখ রাজ্যসভার ওই আসনে নির্বাচন। ২৯ জুলাই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন।

Related Articles

Back to top button
error: