HighlightNewsরাজ্য

গোষ্ঠীদ্বন্দ্ব কিছুতেই পিছু ছাড়ছে না বিজেপির, এবার জঙ্গিপুরে পার্টি অফিসে ভাঙচুর বিক্ষুদ্ধদের

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা : গোষ্ঠীদ্বন্দ্ব যেন কিছুতেই পিছু ছাড়তে চাইছে না রাজ্য বিজেপির। আবারও প্রকাশ্যে এল ভারতীয় জনতা পার্টির গোষ্ঠীদ্বন্দ্ব। আবারও শিরোনামে সেই মুর্শিদাবাদ। আজ বৃহস্পতিবার দুপুর নাগাদ মুর্শিদাবাদের জঙ্গিপুর পার্টি অফিসের ভেতরে ঢুকে ভাঙচুর করলেন বিক্ষুব্ধ ভারতীয় জনতা পার্টির কর্মীরা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই গোষ্ঠীদ্বন্দ্বের খবর প্রকাশ্যেই আসতেই রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপির রাজ্য নেতৃত্ব। আর এই ভাবে একের পর এক গোষ্ঠীদ্বন্দ্বের খবর সামনে আশায় স্বভাবতই অস্বস্তিতে পড়ছে রাজ্য বিজেপি নেতৃত্ব।

উল্লেখ্য, এর আগেও একাধিকবার বিজেপি পার্টি অফিসে দলীয় কর্মী সমর্থকদের ভাঙচুর, জেলা সভাপতি কে হেনস্থা এমনকি পার্টি অফিসে তালা মেরে দেওয়ার ঘটনা ঘটেছে। তার মধ্যেই বৃহস্পতিবারের ঘটনা নতুন মাত্রা যোগ হলো বিজেপির কোন্দলে। অন্যদিকে সাম্প্রতিক কালে মুর্শিদাবাদ, হুগলী সহ বেশ কিছু জেলায় অন্তর্কলোহের কারণে পদত্যাগের ঘটনাও সামনে এসেছে।

Related Articles

Back to top button
error: