HighlightNewsদেশ

প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে ত্রিপুরায় রাজ্যসভার প্রার্থী হিসাবে মনোনীত করেছে বিজেপি, ২২ সেপ্টেম্বর ভোট

টিডিএন বাংলা ডেস্ক: ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে ত্রিপুরা থেকে রাজ্যসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেছে দল। উল্লেখ্য, ত্রিপুরায় রাজ্যসভার একটি আসনের উপনির্বাচন হবে ২২শে সেপ্টেম্বর। চলতি বছরের মে মাসে ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন বিপ্লব দেব। এরপর মানিক সাহাকে রাজ্যের মুখ্যমন্ত্রী নিযুক্ত করে বিজেপি।
এদিকে, নির্বাচন প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মধুসূদন মিস্ত্রিকে চিঠি লিখেছেন ৫ কংগ্রেস সাংসদ। চিঠিতে দলীয় সভাপতির নির্বাচন প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাংসদরা। সুষ্ঠু নির্বাচন না হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন কংগ্রেস সাংসদ মণীশ তেওয়ারি, শশী থারুর, কার্তি চিদাম্বরম, প্রদ্যুত বোর্দোলোই, আবদুল খালিক। শশী থারুর ইতিমধ্যেই মধুসূদন মিস্ত্রিকে এই সংক্রান্ত একটি চিঠি লিখেছেন।

Related Articles

Back to top button
error: