HighlightNewsদেশ

রাম নবমীর শোভাযাত্রাকে ঘিরে গুজরাটের পর এবার উত্তপ্ত বিজেপি শাসিত মধ্যপ্রদেশ, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিষিদ্ধ জমায়েত

টিডিএন বাংলা ডেস্ক : রামনবমীর শোভাযাত্রাকে ঘিরে আগেই সংঘর্ষের খবর এসেছিল গুজরাট থেকে। সেখানে নিহত হয়েছেন এক বৃদ্ধ। এবার রাম নবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠলো বিজেপি শাসিত মধ্যপ্রদেশ। জানা গিয়েছে, মধ্যপ্রদেশের খারগোন জেলার খারগোন শহরে এবং বারওয়ানি জেলার সেন্ধওয়া শহরে বেশ কয়েকটি জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনার কথা জানতে পেরেই সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঠানো হয় বিরাট পুলিশ বাহিনী। খারগোন, তালাব চক, মতিপুরা, সঞ্জয়নদর, তাবদি চক গোশালা মার্গে কার্ফু জারি করা হয়েছে। নিষিদ্ধ ঘোষণা করা হয় সব রকমের জমায়েত।

জানা গিয়েছে, এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এই সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনায় মধ্যপ্রদেশের খারগোন শহরে পাঁচ পুলিশকর্মী-সহ আট থেকে দশজন আহত হয়েছেন। পাশের বারওয়ানি জেলার সেন্ঝওয়াতেও সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে। সেখানেও দুইজন পুলিশ কর্মী-সহ কমপক্ষে পাঁচ জন আহত হয়েছেন বলে খবর। জানা গিয়েছে, বিক্ষুদ্ধরা একাধিক বাড়িতে ও কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দেয়। খারগোনের সংখ্যালঘু অধ্যুষিত তালাব চক এলাকা গিয়ে যাওয়ার সময় সংঘর্ষের ঘটনাটি ঘটে। মিছিলে খুব জোরে গান বাজানো হচ্ছিল। যার ফলে অনেকে আপত্তি জানান। যা নিয়ে শুরু হয় কথা কাটাকাটি। এরপরই শুরু হয় পাল্টাপাল্টি পাথর ছোঁড়া ছুঁড়ি।

এই সংঘর্ষ সম্পর্কে প্রশ্ন করা হলে, অ্যাডিশনাল কালেক্টর এস এস মুজালদে বলেন, ‘রবিবার শহরের তালাও চৌকি এলাকা থেকে রাম নবমীর শোভাযাত্রা শুরু হয়। অভিযোগ, মিছিলের ওপরে ইট ছোড়া হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। রামনবমীর শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করার কথা ছিল। কিন্তু আরও অশান্তির আশঙ্কায় মাঝপথে শোভাযাত্রা থামিয়ে দেওয়া হয়।’

Related Articles

Back to top button
error: