HighlightNewsরাজ্য

জাত-বৈষম্য নিয়ে ছাত্রকে ব্যঙ্গ, গ্রেফতার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক

টিডিএন বাংলা ডেস্ক : বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় যেন বিতর্কের আর একনাম। একের পর এক ঘটনায় শিরোনামে উঠে এসেছে বিশ্ববিদ্যালয়টি। এবার জাত-বৈষম্য নিয়ে ছাত্রকে ব্যঙ্গ্যাত্মক মন্তব্য করায় গ্রেফতার হলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক। অভিযোগ, বিশ্ববিদ্যালয়েরই এক ছাত্র সোমনাথ সৌ কে রাস্তায় দাঁড়িয়ে ‘নীচু জাতের’ বলে মন্তব্য করে ছিলেন বিশ্বভারতীর অধ্যাপক সুমিত বসু। এরপরই এই ঘটনায় অপমানিত সোমনাথ সৌ তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। শান্তিনিকেতন থানার পুলিশের একটি বিশেষ দল রবিবার কলকাতা থেকে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেফতার করে তাঁকে শান্তিনিকেতন নিয়ে আসা হচ্ছে। অধ্যাপক সুমিত বসুকে সোমবার বোলপুর মহকুমা আদালতে তোলা হবে বলে খবর।

অর্থনীতি বিভাগের ছাত্র সোমনাথ সৌ অভিযোগ করেন, বিশ্বভারতীর সংগীতভবনের মণিপুরী বিভাগের অধ্যাপক সুমিত বসু উপাচার্য বিরোধী আন্দোলন চলাকালীন রাস্তায় জনসমক্ষে তাঁর নীচু জাত নিয়ে বাজে মন্তব্য করেন। এই ঘটনায় সোমনাথ শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ছাত্র সোমনাথ সৌ। গ্রেফতারি এড়াতে অধ্যাপক সুমিত বসু সিউড়ি জেলা আদালতে জামিনের আবেদন করেন। কিন্তু জেলা আদালত অধ্যাপক সুমিত বসুর সেই জামিনের আবেদন খারিজ করে দেয় এবং তাকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দেয়। এমতাবস্থায় অভিযুক্ত অধ্যাপক হাইকোর্টে মামলা করেন। কিন্তু হাইকোর্টও মামলাটি গ্রহণ করেনি। অবশেষে শান্তিনিকেতন থানার পুলিশ রবিবার রাতে তাকে গ্রেফতার করে।

এই বিষয়ে অভিযোগকারী ছাত্রটি বলেন, “আমাকে নিচু জাতের বলে নানান কটূক্তি করেছিলেন উনি। একজন অধ্যাপক হয়ে রাস্তায় দাঁড়িয়ে এই ধরনের কথা কীভাবে বলতে পারেন, আমি জানি না। আমি থানায় অভিযোগ করেছিলাম”

Related Articles

Back to top button
error: