নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, বীরভূম : আলুর দাম বৃদ্ধি এবং কৃষক দুর্দশার জন্য সরাসরি রাজ্যের শাসক দলকে দায়ী করলেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। মঙ্গলবার তিনি বীরভূমের কীর্ণাহার এ দলের সাংগঠনিক কার্যক্রমে এসে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন। পাশাপাশি সংসদ অধিবেশনে তৃণমূলের ভূমিকা নিয়ে দ্বিচারিতার অভিযোগ তুললেন তিনি।
বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন,” আলুর হিমঘর এ মজুদ কৃষকের কাছ থেকে ধান কিনে সেই ধান রাইস মিল বা সরকারের কাছে বিক্রি সবকিছুই তৃণমূল কংগ্রেসের কর্মীরা করেন। তারা এখন দালাল হিসেবে কাজ করছে। পার্টি থেকে খাদ্য মন্ত্রী সকলেই এই বিষয়টি জানেন। পরিবর্তনের কোনো চেষ্টাই নেই। সকলেই এর সঙ্গে যুক্ত। সংসদ অধিবেশনের সময় কম থাকার জন্য প্রশ্নোত্তর পর্ব থাকছে না। নিজেদের নাম প্রচার করার জন্য এর বিরোধিতা করা হচ্ছে। যদিও লিখিতভাবে প্রশ্নের উত্তর পাওয়া যাবে। অন্যদিকে বিধানসভা তে প্রশ্নোত্তর পর্ব থাকছে না। যদি প্রয়োজন আছে তাহলে বিধানসভায় কেন রাখা হচ্ছে না। কেন্দ্র সরকারের বিরোধিতা করতে গিয়ে দ্বিচারিতা করছে তৃণমূল”।