রাজ্য

ফুরফুরা শরীফের বয়ঃজ্যেষ্ঠ পীরের জীবনাবসান

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, ফুরফুরা: না ফেরার দেশে পারি দিলেন ফুরফুরা শরীফের বয়ঃজ্যেষ্ঠ পীর কলিমুল্লাহ সিদ্দিকী। তিনি যুগ সংস্কারক পীর আবুবকর সিদ্দিকী(রহঃ) দাদা হুজুরের পৌত্র ও পীর জুলফিকার সিদ্দিকী (রহঃ) ছোট হুজুরের জ্যেষ্ঠ পুত্র। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে অনুরাগীকুলে। শোকে মুহ্যমান সন্তান সন্ততি সহ সকল আত্মীয়স্বজন। বেশ কিছুদিন ধরে হৃদরোগ সংক্রান্ত কারনে ভুগছিলেন তিনি। সোমবার দুপুরে শ্বাসকষ্ট জনিত কারনে বেসরকারি এক নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়। রাত ১.৩০নাগাদ সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন জনপ্রিয় এই পীর সাহেব। যাবার কালে রেখে গেলেন তিন পুত্র ও চার কন্যা সহ অসংখ্য ভক্তবৃন্দ।পারিবারিক সূত্রে জানা যায় মরহুমের জানাজার নামাজ বুধবার দুপুর ২ঘটিকায় ফুরফুরা শরিফে নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে।

Related Articles

Back to top button
error: