HighlightNewsদেশ

গুয়াহাটি পুরনিগমে জয়ী বিজেপি, শূন্য হাতে রইল কংগ্রেস, খাতা খুলল আপ

টিডিএন বাংলা ডেস্ক: গুয়াহাটি পুরনিগমের নির্বাচনের ফলাফলেও ফের অশনিসংকেত কংগ্রেসের জন্য। রবিবার গুয়াহাটি পুরনিগমের নির্বাচনে শূন্য হাতেই রয়ে গেল কংগ্রেস। অসমের সদর শহরে খাতাই তুলতে পারলনা হাত শিবির। রেকর্ডসংখ্যক ভোটে জিতে গুয়াহাটি পুরনিগমের দখল নিল ক্ষমতাসীন এনডিএ জোট। একইসঙ্গে, এই প্রথমবার উত্তর-পূর্বের কোন রাজ্যে খাতা খুলল আরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি।

৬০ আসনের গুয়াহাটি পুরো নিগমের তিনটি আসনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় রবিবার জিতেছে বিজেপি। বাকি ৫৭ টি আসনের মধ্যে ৪৯ আসনেও জয়ধ্বজা গেরুয়া শিবিরের। সব মিলিয়ে বিজেপির দখলে রয়েছে ৫২ টি আসন। ৬টি আসন দখল করেছে বিজেপির জোট সঙ্গী অসম গণপরিষদ। বাকি দুটি আসনের একটি পেয়েছে আম আদমি পার্টি অন্যটি পেয়েছে অসম জন পরিষদ।

উল্লেখযোগ্য বিষয় হল, গুয়াহাটি পুরনিগম নির্বাচনে বিজেপির থেকে অনেক বেশি আসনে লড়েছিল কংগ্রেস। যদিও নির্বাচনের ফলাফলে শেষ পর্যন্ত শূন্য হাতেই থেকে গেল হাত শিবির। এর আগে অন্যান্য রাজ্যের পৌরসভা নির্বাচনেও প্রায় একই রকম অবস্থা হয়েছিল কংগ্রেসের। একদিকে নির্বাচনের এই ফলাফল এবং তার সঙ্গে গোদের ওপর বিষফোঁড়া মতো একের পর এক নেতা দল ত্যাগ করছেন। এই পরিস্থিতিতে অসমে কংগ্রেসের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক বিশেষজ্ঞদের মনে।

Related Articles

Back to top button
error: