HighlightNewsরাজ্য

পলাতক ধর্ষণে অভিযুক্ত ভাইপোকে আড়ালের অভিযোগ ওঠা কাকাকে সঙ্গে নিয়ে ধর্ষণ বিরোধী সাংবাদিক সম্মেলন বিজেপির!

টিডিএন বাংলা ডেস্ক : রাজ্য জুড়ে ক্রমশ্য বৃদ্ধি পাচ্ছে ধর্ষণের মত নির্মম পাশবিক ঘটনা। এই অভিযোগে এবার কলকাতায় সাংবাদিক সম্মেলন করলো বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু সেই সাংবাদিক সম্মেলনে তাঁর পাশে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘড়ুই। অথচ তাঁর ভাইপোর নামে ধর্ষণে মামলা চলছে। যদিও এখনও পুলিশ তাকে গ্রেফতার করতে পারেননি। অভিযোগ এই বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘড়ুই শাস্তির হাত থেকে ভাইপোকে আড়াল করতে তাকে আত্মগোপনে সাহায্য করেছেন। এক্ষেত্রে তাঁর দল কেন্দ্রে ক্ষমতায় থাকায় তিনি সেই প্রভাব কাজে লাগিয়েছেন বলেও অভিযোগ তুলেছেন বিজেপিরই এক প্রাক্তন নেতা।

দীপ্তাংশু চৌধুরী টুইট বার্তায় সুকান্তকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘যিনি ধর্ষণে অভিযুক্ত ভাইপোকে আইন থেকে আড়াল করছেন, আগে তাদের সামলান। তারপর সাংবাদিক বৈঠক করবেন।’ প্রসঙ্গত, এই দীপ্তাংশু চৌধুরী গত বিধানসভা ভোটে দুর্গাপুর পূর্বে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু বর্তমানে তিনি বিজেপির থেকে দূরত্ব বজায় রেখে চলছেন। দীপ্তাংশু টুইটারে আরও লেখেন, ‘যাকে পাশে বসিয়ে আজ বিভিন্ন ধর্ষণের ঘটনা নিয়ে আপনি প্রেস (প্রেস কনফারেন্স) করছেন, এই দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের ভাইপো ধর্ষণে অভিযুক্ত। অভিযুক্ত আজও অধরা l কারণ তাঁর কাকা বিজেপির বিধায়ক, যিনি ধর্ষণে অভিযুক্ত ভাইপোকে আড়াল করছেন।’

যদিও বিধায়ক লক্ষ্মণ সমস্ত অভিযোগ অস্বীকার করে উল্টে বলেন, ‘‘আমি প্রশাসনকে বলব আইনত সমস্ত রকম ব্যবস্থা নিন। কেউ বলতে পারবে না, আমি এই ঘটনাটায় কাউকে আড়াল করার চেষ্টা করছি। আইন আইনের পথে চলবে। বিজেপির কোনও নেতার ক্ষমতা নেই কাউকে আড়াল করার। সামনে পুরসভা ভোট বলেই এই ধরনের অপপ্রচার করা হচ্ছে।’’

Related Articles

Back to top button
error: