রাজ্য

দিদিকে আর কেউ বিশ্বাস করতে পারছে না, সকলের জন্য বিজেপির দরজা খোলা: দিলীপ ঘোষ

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মালদা: দিদিকে আর কেউ বিশ্বাস করতে পারছে না। সকলের জন্য বিজেপির দরজা খোলা। মঙ্গলবার সকালে মালদহ শহরের সিঙ্গাতলায় এক চা-চক্রে যোগদান করে মন্তব্য করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তিনি তৃণমূল সরকারকে আক্রমন করে বলেন, সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে দিচ্ছে না রাজ্য সরকার। বহু বার কেন্দ্র রাজ্য সরকারকে চিঠি দিয়ে বলেছে সীমান্তের জমির কথা। কিন্তু রাজ্য সেই জমি কেন্দ্র কে দিচ্ছে না।

সীমান্তে কাঁটাতারের বেড়া হয়ে গেলে গরু পাচার, অস্ত্র পাচার, জঙ্গী অনুপ্রবেশ থেকে আরম্ভ করে রোহিঙ্গারা এই রাজ্যে অবাদে প্রবেশ করতে পারবে না। সিপিএম যা করেছিল এখন টিএমসি তাই করছে। ভোটের সময় এই সব জঙ্গীরা এখানে চলে আসে ভোট লুঠ করতে।

এবার আর সেটা হবে না। কাউকে ছাড়া হবে না। তৃণমূলের ভবিষ্যত নিয়ে দিলীপ ঘোষ বলেন, করোনা ভাইরাস কবে যাবে যানি না। তবে তৃণমূল কংগ্রেস নামের দলটি আর থাকবে না। একে একে দিদির সব ভাইয়েরা দিদিকে ছেড়ে চলে যাচ্ছে। কে জানে কার নজর লেগেছে দিদির ঘরে, মনে হয় পিকের নজর লেগেছে তাই একে একে ভাইয়েরা দল ছাড়ছেন। দিদিকে আর কেউ বিশ্বাস করতে পারছেন না।

আমাদের দল সবসময় দরজা খুলে রেখেছে যে কেউ আসতে পারে। তবে আমরা ঠিক করব কে কোথায় থাকবে। এদিকে এই দিন মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের নেতা দুলাল সরকারের ঘনিষ্ঠ অনন্ত চক্রবর্তী বিজেপিতে যোগদান করেন। তিনি দিলীপ ঘোষের হাত থেকে বিজেপির পতাকা তুলে নেন। তৃণমূল ছেড়ে আসা অনন্ত চক্রবর্তী বলেন ,তৃণমূলে আর যোগ্য সন্মান পাচ্ছিলাম না। কিছু সিপিএম এবং কংগ্রেস নেতা এই তৃণমূল দল টাকে দখল করে নিয়েছে। তাই এই দলটা ছাড়লাম।

যদিও তৃণমূল কংগ্রেসের জেলা কো-অর্ডিনেটর দুলাল সরকার বলেন, বিজেপি দাঙ্গাবাজের দল। ওরা বাইরের রাজ্য থেকে এখানে লোক এনে গোলমাল পাকাতে চাইছেন। এই রাজ্যে বিজেপির কোন জায়গা নেই। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকবে এই রাজ্যে।

Related Articles

Back to top button
error: