HighlightNewsদেশ

সাময়িকভাবে হলেও কৃষি আইন প্রত্যাহার করা উচিত সরকারের; মন্তব্য নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের

টিডিএন বাংলা ডেস্ক: সাময়িকভাবে হলেও কৃষি আইন প্রত্যাহার করা উচিত সরকারের। বর্তমান অর্থনীতির পরিপ্রেক্ষিতে পাল্টা কৃষি আইন কে কাঠ গড়ায় তুলে এমনটাই মন্তব্য করলেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। তার মন্তব্য অনুযায়ী করণা মহামারীর পরে অর্থনৈতিক অবস্থা নিয়ে যখন এতটা সংশয় দেখা দিয়েছে গোটা দেশে তখন কৃষি আইন কার্যকর করাটা বুদ্ধিমানের পরিচয় নয়। তার মতে এই মুহূর্তে সরকারের কৃষকদের বলা উচিত আপাতত যতদিন না সংসদে এই আইন নিয়ে আলোচনা হচ্ছে ততদিন পর্যন্ত এই আইন কার্যকর করা হবে না।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বলেছেন,”আমি বলব এই মহামারীর আবহে এই আইন কার্যকর করাটা বুদ্ধিমানের কাজ নয়। অর্থনীতিতে মন্দা চলছে। অনেক কৃষকই বুঝতে পারছেন না, এরপর ফসলের দাম কেমন হবে। মনে হচ্ছে যেন অর্থনীতি অবাধ পতনের মুখে। এই বৃহত্তর অর্থনৈতিক বিষয়গুলি মানুষকে আরও নিরাপত্তাহীন করে তুলছে।”

শুধু তাই নয়, বারংবার কেন্দ্রের সঙ্গে কৃষক সংগঠনের সদস্যদের আলোচনা ব্যর্থ হওয়ার কারণ হিসেবে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বলেছেন,এর দুটো কারণ। প্রথমত, সরকারের যে প্রস্তাব, তা পুরোপুরি মানুষের কাছে পৌঁছচ্ছে না। কৃষকরা ভাবছেন, এক বা দু’জন কর্পোরেট যদি আমাদের কুক্ষিগত করে ফেলে তাহলে কী হবে? সে তো অনেক কিছুই হতে পারে। কিন্তু সরকারকে বোঝাতে হবে, এই ধরনের পরিস্থিতি তৈরি হলে সামাল দেওয়ার জন্য কী পরিকল্পনা তারা করেছে।”

এর পাশাপাশি অভিজিত বাবু মতে দ্বিতীয় কারণ হতে পারে সরকারের ওপর মানুষের অনাস্থা সৃষ্টি হওয়া। তিনি বলেছেন,”এই মুহূর্তে সরকারের উপর থেকে মানুষের আস্থা নেই। সরকার তো যা করছে, আমাদের ভালোর জন্যই করছে। কিন্তু মানুষ সেটা ভাবতে পারছে না। আর সেটার কারণও আছে।”

দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থায়, যেখানে উৎপাদন এবং চাহিদার মধ্যে বিস্তর ফারাক দৃশ্যমান সেই পরিস্থিতিতে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এর মতে, “সরকারের উচিত কৃষকদের বলা, যে আপনাদের কথা শুনলাম। আমরা একমত নই। তবে আপনাদের কথাকে গুরুত্ব দিয়ে যতদিন না সংসদে এই নিয়ে আলোচনা হচ্ছে, ততদিন এই আইনকে প্রত্যাহার করা হলো।”

 

 

Related Articles

Back to top button
error: