রাজ্য
সংখ্যালঘু যুব ফেডারেশনের ব্লক কর্মী সম্মেলন জগৎব্ল্লভপুরে
নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: সংখ্যালঘু যুব ফেডারেশনের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো হাওড়া জেলার জগৎবল্লভপুর ব্লকে। বুধবার ব্লকের মুন্সিরহাটে অনুষ্ঠিত এই কর্মী সম্মেলনে হাজির হন সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান। কর্মীদের উদ্দেশ্যে ইসলামের চেতনা বৃদ্ধির পাশাপাশি বর্তমান দেশীয় ও সামাজিক অবস্থা তুলে ধরে জ্ঞানগর্ভ বক্তব্য পেশ করেন তিনি। সম্মেলনে ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক কর্মীবৃন্দ সামিল হন।