দেশ
প্রথম দফা ভোট চলাকালীন ট্যুইট করে ভোট দেওয়ার আহবান রাহুল গান্ধীর, কমিশনে নালিশ বিজেপির
টিডিএন বাংলা ডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনে প্রথম দফা ভোট চলাকালীন ট্যুইট করে ভোটারদের কাছে ভোট দেওয়ার আহবান
জানানোর অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলো বিজেপি। বুধবার সকাল ৮:৩০ নাগাদ ট্যুইটে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী লেখেন, ‘ন্যায়, কর্মসংস্থান ও কৃষক-শ্রমিকদের স্বার্থে শুধুমাত্র মহাজোটকে ভোট দিন। বিহারে প্রথম দফার ভোটপর্বে সবাইকে শুভেচ্ছা জানাই।’ রাহুল গান্ধীর এই ট্যুইটের পর জেডিইউ বিজেপি জোট কমিশনের নালিশ জানিয়ে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ করেছেন।