নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, বীরভূম: এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে সোমবার বীরভূমের ইলামবাজার থানার হিঙ্গল পুর গ্রামে। পরিবার ও প্রতিবেশীদের দাবি বাঁশ দিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছে তাকে। খুনের ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত যুবক হলেন শ্রীকান্ত বাগদি। পেশায় তিনি প্যান্ডেল মিস্ত্রি। এদিন সকালে গ্রামের লোকজন রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ঘটনার খবর পেয়ে ইলামবাজার থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে বোলপুর সিয়ান হসপিটালে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনাস্থল থেকে দুটি রক্তমাখা লাঠি উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে অনুমান সেই লাঠি দিয়েই তাকে পিটিয়ে মারা হয়ে থাকতে পারে। খুনের ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুই জনকে আটক করেছে পুলিশ। গত রবিবার রাত্রে পাড়ার সরস্বতী পূজোর বিসর্জন ছিল। তারপর থেকেই নিখোঁজ ছিল।