রাজ্য
এবার বিজেপিতে যোগ দিলেন সোনালী গুহ, রবীন্দ্রনাথ ভট্টাচার্য সহ একঝাঁক তৃণমূলের নেতানেত্রী
টিডিএন বাংলা ডেস্ক: প্রার্থী হতে না পারার ক্ষোভ। এবার বিজেপিতে যোগ দিলেন মমতা ঘনিষ্ঠ সোনালী গুহ, রবীন্দ্রনাথ ভট্টাচার্য। সহ তৃণমূলের একঝাঁক নেতানেত্রী। তালিকায় রয়েছেন প্রাক্তন ডেপুটি স্পিকার তথা মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ সোনালি গুহ, সিঙ্গুরের ‘মাস্টারমশাই’ তথা বিদায়ী বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য, বসিরহাট দক্ষিণে তৃণমূলের বিদায়ী বিধায়ক দীপেন্দু বিশ্বাস, শিবপুরের বিধায়ক অশীতিপর জটু লাহিড়ি, সাঁকরাইলের বিধায়ক শীতল সর্দার। হবিবপুরের বিদায়ী বিধায়ক সরলা মুর্মু। এদিন তাদের হাতে বিজেপির পতাকা তুলে দেওয়া হয়।