HighlightNewsদেশ

অপসারিত হতে পারেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত! জল্পনা তুঙ্গে

 

টিডিএন বাংলা ডেস্ক: অপসারিত হতে পারেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ থেকে তাঁকে অপসারণের সম্ভাবনা নিয়ে জল্পনা চরমে উঠেছে। এই পরিস্থিতিতে আজ দিল্লিতে যাচ্ছেন ত্রিবেন্দ্র সিং রাওয়াত। সূত্রের খবর অনুযায়ী শীর্ষ নেতৃত্বের ডাকেই এদিন দিল্লিতে আসছেন ত্রিবেন্দ্র সিং রাওয়াত। অপরদিকে ত্রিবেন্দ্র সিং রাওয়াতেরদিল্লি পৌঁছানোর আগেই ইতিমধ্যেই বেশ কয়েকজন বিধায়ক ও মন্ত্রীরা পৌঁছে গেছেন দিল্লিতে।

অন্যদিকে মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারিও দিল্লিতে যাচ্ছেন। সূত্রের খবর অনুযায়ী, শীর্ষ নেতাদের সঙ্গে দিল্লিতে হতে চলা বৈঠকে উত্তরাখণ্ডের নেতৃত্ব পরিবর্তন প্রসঙ্গে আলোচনা করা হতে পারে।আগামী বছর উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচন হবে। তার আগে নেতৃত্ব পরিবর্তনের মতন বিষয় নিয়ে কোন বড়োসড়ো রিস্ক নিতে চায় না বলেই জানা গেছে। এই কারণেই উত্তরাখণ্ডের সমস্ত নেতা বিধায়কদের দিল্লিতে ডাকা হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Related Articles

Back to top button
error: