HighlightNewsদেশ

দুপুর ২টো পর্যন্ত মুলতবি সংসদের উভয় কক্ষ: রাহুল-আদানি ইস্যুতে আজও হট্টগোল, সংসদের গেটে বিক্ষোভ বিরোধীদের

টিডিএন বাংলা ডেস্ক: বৃহস্পতিবার অধিবেশন শুরু হওয়ার পরই দুপুর ২টো পর্যন্ত সংসদ মুলতবি করা হয়। এর আগে মঙ্গলবার, রাহুল-আদানি ইস্যুতে উভয় কক্ষে হট্টগোলের কারণে টানা সপ্তমবার সংসদ স্থগিত করা হয়েছিল। এদিন সংসদ মুলতবি হওয়ার পর সংসদের ১ নম্বর গেটে বিক্ষোভ করেন বিরোধী নেতারা। ‘উই ওয়ান্ট জেপিসি’, ‘মোদি সরকার ডাউন-ডাউন’, ‘মোদি সরকার লজ্জা-শরম’-এর মতো স্লোগান দেন বিরোধীরা।
বৃহস্পতিবার, হাউসে বিজেপি লন্ডনে দেওয়া বক্তব্যের জন্য রাহুল গান্ধীর কাছে ক্ষমা চাওয়ার দাবিতে অনড় থাকে। অন্যদিকে, হিন্ডেনবার্গ-আদানি ইস্যুতে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি (জেপিসি) করার কংগ্রেসের দাবিও অটুট রয়েছে। উল্লেখ্য, বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব ১৩ মার্চ থেকে শুরু হয়েছিল এবং ৬ এপ্রিল পর্যন্ত চালানোর প্রস্তাব করা হয়েছে।

এদিন, রাজ্যসভার সদস্যরা স্পিকার জগদীপ ধনখরের চেম্বারে বৈঠক করেন। তাঁরা রাজ্যসভার কার্যক্রম সঠিকভাবে চালানোর দাবি জানান। প্রসঙ্গত, রাজ্যসভার স্পিকার জগদীপ ধনখর বৃহস্পতিবার সকালে নেতাদের বৈঠক ডাকেন। এই বৈঠকে রাজ্যসভার কার্যবিবরণী কীভাবে সঠিকভাবে চালানো যায় তা নিয়ে আলোচনা করা হয়। এর আগে, মঙ্গলবারও ধনখর হাউসের কার্যকারিতা নিশ্চিত করতে তাঁর চেম্বারে একটি সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন। যেখানে বিজেপি, ওয়াইএসআরসিপি এবং টিডিপি ছাড়া অন্য রাজনৈতিক দলের নেতারা অংশগ্রহণ করেননি।

Related Articles

Back to top button
error: