Highlight

বিধায়ক পদ থেকে ইস্তফা বৃষকেতুর, বেসামাল ত্রিপুরায় শাসক জোট শরিক দল

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, ত্রিপুরা: আচমকা ধাক্কায় শাসক জোট শরিক দল আইপিএফটি বেসামাল হয়ে পড়েছে। বিধায়ক পদে পদত্যাগ করেছেন বৃষকেতু দেববর্মা। তিনি ত্রিপুরা সিমনা কেন্দ্রের বিধায়ক। ফলে, সংকটের পূর্বাভাস পেয়েই আইপিএফটি সভাপতি তথা ত্রিপুরার রাজস্বমন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মার প্রতিক্রিয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক। বৃষকেতু দেববর্মা বিধায়ক পদ থেকে পদত্যাগে ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষের কাছে চিঠি পাঠিয়েছেন। অধ্যক্ষ রেবতী দাস ওই পদত্যাগ পত্র পেয়েছেন বলে জানিয়েছেন। এ- বিষয়ে বিধায়ক বৃষকেতু দেববর্মার সাথে যোগাযোগ করা হলে তিনি জরুরি বৈঠকে আছেন বলে এড়িয়ে যান।

তবে, ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রেবতী দাস বলেন, বিধায়ক বৃষকেতু দেববর্মার পদত্যাগ পত্র পেয়েছি। এখন বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করব। তারপর শাসক জোট শরিক দল আরপিএফটির অন্যান্য বিধায়কদের সাথেও কথা বলব। সূত্রের খবর, আইপিএফটি দলে বড়সড় ভাঙ্গন দেখা দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বৃষকেতু দেববর্মা সম্ভবত তিপ্রামথা দলে যোগ দেবেন। তাই তিনি পদত্যাগ করেছেন। অবশ্য, ত্রিপুরা উপজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদ তথা এডিসি নির্বাচনে আইপিএফটির চূড়ান্ত ভরাডুবি শাসক জোট এই শরিক দলকে গভীর সংকটে ফেলে দিয়েছে। দল এখন অস্তিত্ব সংকটেও ভুগছে একথাও অস্বীকার করার সুযোগ নেই।

Related Articles

Back to top button
error: