HighlightNewsদেশ

সীমান্তে গুলিতে বাংলাদেশি চোরাচালানকারীর মৃত্যু, আত্মরক্ষার্থে গুলি, দাবি বিএসএফের

টিডিএন বাংলা ডেস্কঃ বিএসএফ-এর গুলিতে মৃত্যু বাংলাদেশে চোরাচালানকারীর। বিএসএফ সূত্রে খবর, মঙ্গলবার রাত ১.৪০ মিনিট নাগাদ মালদার নওদা এলাকায় দুই চোরাচালানকারী কিছু সামগ্রী পাচার করার চেষ্টা করছিল ঠিক সেই সময়ে সেই প্রথমে তাদের আটকানো হয়। এর পরেই তারা বিএসএফ-এর উপরে চড়াও হয়। এলোপাথাড়ি ঢিল, ইট ছুড়তে থাকে তারা। বাঁশ, লাঠি দিয়েও হামলা চালানো হয়। এই বিএসএফ আত্মরক্ষার্থে গুলি চালায়। সেই গুলি লাগে একজনের গায়ে। আশঙ্কাজনক অবস্থায় আহতকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে জানায়। মৃতের বাড়ি বাংলাদেশে ধুলিপাড়ার বাসিন্দা। ঘটনাস্থল থেকে একটি মোবাইল, একটি লোহার দাঁ উদ্ধার হয়েছে।

বাংলাদেশ থেকে ৬ কিলোমিটার দূরে ভারতীয় ভূখণ্ডের ১.২ কিলোমিটার ভিতরে ঘটনাটি ঘটেছে বলে বিএসএফ জানিয়েছে। সম্প্রতি নভেম্বরেই বিএসএফের গুলি চালনার ঘটনায় উত্তপ্ত রাজ্য রাজনীতি। উত্তেজনা ছড়ায় কোচবিহারের সিতাই। প্রথমে ২ বাংলাদেশি ও ১ ভারতীয়র মৃত্যুর খবর পাওয়া যায়। পরে আরও এক জনের দেহ উদ্ধার হয়। গরু পাচারকারীদের বাধা দিতেই গুলি চালানো হয়েছিল বলে দাবি করে বিএসএফ।
সংবাদ সূত্র- পুবের কলম পত্রিকা

Related Articles

Back to top button
error: