HighlightNewsদেশ

বুল্লি বাই অ্যাপের মূলে শুধুই টাকার নেশা? নাকি ষড়যন্ত্র?

টিডিএন বাংলা ডেস্ক : নিছক টাকা রোজগারের জন্যই বুল্লি বাই অ্যাপ তৈরি করেছিলেন ১৮ বছরের শ্বেতা সিং? নাকি এর মূলে বড় ষড়যন্ত্র? তার খোঁজেই সক্রিয় মুম্বই পুলিশ।

পুলিশ জানিয়েছে, ধৃত কিশোরী আরও তিনটি অ্যাপ নিয়ন্ত্রণ করতেন। মা আগেই ক্যান্সারে মারা গিয়েছেন। গতবছর কোভিডে বাবাকে হারায়। মুম্বই সিপি হেমন্ত নাগরালের কথায়, ধৃত মেয়েটি গরিব পরিবারের। মনে করা হচ্ছে, টাকার প্রয়োজনেই এই ধরনের কাজে জড়িয়ে পড়ে সে। অ্যাপের সঙ্গে যুক্ত বাকিদের খোঁজ চলছে। ৬ মাস আগে সুল্লি ডিলস নামে একটি অ্যাপে মুসলিম মহিলাদের সম্মানহানি করা হয়েছিল। সেই সময়ও ওই কিশোরী সক্রিয় ছিলেন।

কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, সংশ্লিষ্ট ওই পেজ ও চ্যানেলগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে গীতিকার জাভেদ আখতার একটি টুইট করেছেন। তাতে লেখেন, বয়স্ক কোনও মহিলার সঙ্গে ওর সঙ্গে কথা বলে ওকে বোঝানো উচিত। সহমর্মিতা দেখিয়ে ওকে ক্ষমা করে দেওয়া উচিত।

Related Articles

Back to top button
error: