নিজস্ব প্রতিনিধি, কলকাতা, টিডিএন বাংলা: নিয়তির ডাকে সাড়া দিয়ে না ফেরার দেশে চলে গেলেন এনআরসি-সিএএ বিরোধী পার্ক-সার্কাস ধর্ণা মঞ্চের আহব্বায়ক আসমত জামিল।
এদিন মঙ্গলবার একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁর হটাৎ প্রয়াণে দুঃখ প্রকাশ করে CAA-NRC বিরোধী ধর্ণামঞ্চ কমিটি।
প্রেস বিজ্ঞপ্তি মারফত কমিটি কর্তৃপক্ষ বলেন,”আজ রাত ৮.৩০ আমাদের প্রিয় বোন আসমাত জামিল কে আমরা হারিয়েছি। তিনি দীর্ঘদিন নিজের ক্যানসার আক্রান্ত হয়ে থাকা সত্তেও NRC,CAA এর বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলন ২.০ পরিচালনা করছিলেন। আমরা একজন মূল্যবান নেতৃত্বকে হারিয়েছি আজ তিনি ছিলেন একজন মহিলাদের একজন নির্ভিক কন্ঠ। হৃদয়ের অনতরস্থল তার জন্য প্রার্থনা এবং তার পরিবারের প্রতি সম বেদনা।”
কমিটির পক্ষ থেকে জানানো হয় যে তাঁর জানাজার নামাজ পার্ক সার্কাস ময়দানে হবে বেলা দুপুর ১ ঘটিকায়।
আসমত জামিলের মৃত্যু সংবাদে শোকস্তব্ধ CAA-NRC আন্দোলনে তাঁর সঙ্গে থাকা সহকর্মী এবং হাজার হাজার অনুগামীরা।
বছর খানেক আগে তিনি ক্যান্সার আক্রান্ত হন। পরে অনেকটাই সেরে ওঠে। তবে গতবছর তা পুনরায় ফিরে আসে। চিকিৎসার জন্য তাঁকে মুম্বাইয়ে যেতে হয়। তবে নিজের জীবন তুচ্ছ করেও তিনি সব সময় আন্দোলনকে উৎসাহ, উদ্দীপনা জুগিয়ে গেছেন। আগামী প্রজন্মের স্বার্থে। তাদের ভবিষ্যত সুরক্ষিত দেখে যেতে চেয়ে ছিলেন তিনি। স্বভাবতই পার্ক সার্কাসের এনআরসি-সিএএ বিরোধী আন্দোলনের ইতিহাসে তাঁর নাম চিরস্মরণীয় হয়ে থাকবে।