ভোট পরবর্তী হিংসা মামলায় এবার তৃণমূল বিধায়ক অভিজিৎ সিং ও শেখ শাহনাওয়াজকে তলব সিবিআই-এর

টিডিএন বাংলা ডেস্ক: ভোট পরবর্তী হিংসা মামলায় এবার তৃণমূলের বীরভূমের জেলা সহ-সভাপতি তথা লাভপুরের বিধায়ক অভিজিৎ সিং ও কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনাওয়াজকে তলব করলো সিবিআই। তাদের দুই জন কেই শনিবার সকালে হাজিরা দিতে বলেছে সিবিআই। ইতিপূর্বে ওই একই মামলায় সিবিআই ডেকে পাঠিয়ে ছিল বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। আবারও তাকে হাজিরা দিতে বলেছে সিবিআই। আর বিধায়ক অভিজিৎ সিং অনুব্রত ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। ফলে রীতিমত চাপে আছেন অনুব্রত।

সিবিআই-এর দেওয়া সময় অনুযায়ী শনিবার সকালেই সিবিআই দফতরে হাজির হন অভিজিৎ। আর কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনাওয়াজও শনিবার সকালে সিবিআই দফতরে হাজিরা দিয়েছেন।