HighlightNewsদেশ

গুজরাটে হাথরসকাণ্ডে জড়িত ৪ যুবককে পলিগ্রাফ টেস্ট ও ব্রেন ম্যাপিংয়ের জন্য নিয়ে গেল সিবিআই

টিডিএন বাংলা ডেস্ক: হাথরস ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তের স্বার্থে এবার পলিগ্রাফ টেস্ট ও ব্রেন ম্যাপিং এর জন্য অভিযুক্ত চার যুবককে গুজরাটে নিয়ে গেল সিবিআই।আলীগড় জেল থেকে ওই চার যুবককে গুজরাট গান্ধীনগরে নিয়ে গেল কেন্দ্রীয় তদন্ত সংস্থা। উল্লেখ্য, গত মাসেই হাথরাস কান্ডের তদন্তভার হাতে তুলে নিয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই)। গত ২৯ সেপ্টেম্বর দিল্লির সফদরজং হাসপাতালে মৃত্যু হয় হাথরস কাণ্ডের নির্যাতিতার। তার আগেই পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়, ওই চার অভিযুক্ত যুবককে। গত ১৪ সেপ্টেম্বর মা এবং ভাইয়ের সঙ্গে মাঠে কাজ করতে গিয়ে নির্মম ধর্ষণের শিকার হন হাথরাস কান্ডের নির্যাতিতা। এর পরে গুরুতর অবস্থায় তাকে আলিগড়ের জেএনএমসি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে চিকিৎসা স্বার্থে তাকে দিল্লির সফদরজং হাসপাতালে নিয়ে আসা হলে ২৯ সেপ্টেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওই যুবতী। এই ঘটনার পর উত্তর প্রদেশে পুলিশের নির্যাতিতার মৃতদেহ মধ্যরাত্রে তড়িঘড়ি দাহ করার বিষয় নিয়ে ইতিমধ্যেই তোলপাড় হয়েছে গোটা দেশ। মৃত্যুর আগে পুলিশকে দেওয়া নির্যাতিতার বয়ান অনুযায়ী, ওই চার অভিযুক্তই তাঁকে প্রথমে নির্মমভাবে ধর্ষণ করে এবং পরে শ্বাসরোধ করে খুনের প্রচেষ্টা করে।

Related Articles

Back to top button
error: