রাজ্য

সিবিএসই-র দ্বাদশ শ্রেণীর ফলাফল প্রকাশিত: ৮৭.৩৩% শিক্ষার্থী পাস, বিভাগের তথ্য এবং মেধা তালিকা তৈরি করা হবে না; দশম শ্রেণীর রেজাল্ট আসবে আজই

টিডিএন বাংলা ডেস্ক: শুক্রবার সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দ্বাদশ শ্রেণীর ফলাফল প্রকাশ করেছে। এ বছর মোট ৮৭.৩৩% শিক্ষার্থী পাস করেছে। এর মধ্যে ৯০.৬৮% মেয়ে এবং ৮৪.৬৭% ছেলে। মেয়েরা ছেলেদের চেয়ে ৬.০১% বেশি পাস করেছে। ৯৯.৯১ শতাংশ পাসের সাথে শীর্ষে রয়েছে ত্রিবান্দ্রম অঞ্চল। ব্যাঙ্গালোর ৯৮.৬৪% সহ দ্বিতীয়, চেন্নাই ৯৭.৪০% সহ তৃতীয়, দিল্লি পশ্চিম ৯৩.২৪% সহ চতুর্থ এবং ৯১.৮৪% সহ পঞ্চম।

শুক্রবারই দশম শ্রেণির ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে বোর্ড। একইসঙ্গে, অস্বাস্থ্যকর প্রতিযোগিতা এড়াতে তিনটি বড় পরিবর্তন করা হয়েছে। এবার থেকে ফলাফল সহ শিক্ষার্থীদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের তথ্য দেওয়া হবে না। মেধা তালিকাও জারি করা হবে না। বিষয় অনুসারে শীর্ষ ০.১% শিক্ষার্থীকে মেধা শংসাপত্র দেওয়া হবে। শিক্ষার্থীরা CBSE ওয়েবসাইট https://www.cbse.gov.in/ এবং মোবাইল অ্যাপ Umang, DigiLocker-এ নিজেদের ফলাফল দেখে নিতে পারবেন।

সিবিএসই পরীক্ষা নিয়ন্ত্রক সানিয়াম ভরদ্বাজ জানিয়েছেন, যে ছেলেমেয়েরা পাস করেছে কিন্তু যে কোনও একটি বিষয়ে উন্নতি করতে চায় তাদের সম্পূরক পরীক্ষায় বসার এবং তাদের নম্বর উন্নত করার সুযোগ দেওয়া হবে । একইভাবে, যদি একজন শিক্ষার্থী পাঁচটি বিষয়ের একটিতে ৩৩% এর কম নম্বর পেয়ে থাকে, তবে তাকে জুলাই মাসে অনুষ্ঠিত হতে চলা কম্পার্টমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

উল্লেখ্য, এই সম্পূরক (কম্পার্টমেন্ট) পরীক্ষা দেবে ১ লাখ ২৫ হাজার ৭০৫ জন শিক্ষার্থী। শিক্ষার্থীরা ১৬ মে থেকে তাদের ফলাফলের ফটোকপি এবং পুনর্মূল্যায়ন করতে সক্ষম হবেন। বোর্ড ২০২৪ সালের পরীক্ষার তারিখও ঘোষণা করেছে। এই পরীক্ষাগুলি ১৫ ফেব্রুয়ারি ২০২৪ থেকে শুরু হবে।

সিবিএসই দশম শ্রেণীর পরীক্ষা ১৫ ফেব্রুয়ারী থেকে ২১ মার্চ পর্যন্ত হয়। দ্বাদশ শ্রেনীর পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত হয়। উভয় পরীক্ষায় ৩৮,৮৩,৭১০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে দশম শ্রেণির ২১,৮৬,৯৪০ জন এবং দ্বাদশ শ্রেণির ১৬,৯৬,৭৭০ জন শিক্ষার্থী পরীক্ষায় বসেন।

Related Articles

Back to top button
error: