HighlightNewsদেশ

মুম্বই হামলার মূল চক্রান্তকারী হাফিজ সইদের ছেলেকে “সন্ত্রাসবাদি” তকমা দিল কেন্দ্র

টিডিএন বাংলা ডেস্ক: মুম্বই হামলার মূল চক্রান্তকারী হাফিজ সইদের ছেলে তালহা সইদকে “স্বতন্ত্র সন্ত্রাসবাদি” তকমা দিল কেন্দ্র। শুক্রবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানানো হয়েছে। জানা গিয়েছে, এখনো পর্যন্ত মোট ৩২ জন সন্ত্রাসবাদীকে এই তকমা দিয়ে চিহ্নিত করা হয়েছে। উল্লেখ্য, শুক্রবার পাকিস্তানের আদালতে ৩১ বছরের হাজতবাসের সাজা দেওয়া হয়েছে হাফিজ সইদকে। এর কিছুক্ষণ পরেই ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে হাফিজ সইদের ছেলে তালহা সইদকে “স্বতন্ত্র সন্ত্রাসবাদি”তকমা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
প্রসঙ্গত, এই তালিকায় এর আগে নাম উঠেছে দাউদ ইব্রাহিম, মাসুদ আজহার এবং হাফিজ সইদের মত বহু সন্ত্রাসবাদীর। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তালহা সইদ লস্করের সক্রিয় সদস্য। জঙ্গিদের নিযুক্তিকরণ থেকে শুরু করে হামলার ছক কষা এবং তা কার্যকর করার মতো নানা বিষয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। মূলত ভারত ও আফগানিস্তানে ভারতীয় নির্মাণের ওপর হামলা চালানোর ছক কষতে দেখা গিয়েছে তালহাকে। পাশাপাশি দল চালাতে আর্থিক সাহায্যের বন্দোবস্ত পেছনেও তার হাত ছিল। সে লস্কর এর বিভিন্ন ঘাঁটিতে গিয়ে বিভিন্ন ধরনের চক্রান্ত করত। সে ভারত, ইসরাইল, আমেরিকা ও বহু পশ্চিমী দেশের বিরুদ্ধে উস্কানি দিত দলের নয়া সদস্যদের। এই ভাবে তাদের মধ্যে ঘৃণার বীজ বপন করার কাজ করত তালহা। এই সমস্ত বিষয়গুলি উল্লেখ করে শুক্রবার রাতে ইউপিএ ধারায় ৪৬ বছরের লাহোরের বাসিন্দা তালহা সইদকে “স্বতন্ত্র সন্ত্রাসবাদি” তকমা দেয় কেন্দ্র।

Related Articles

Back to top button
error: