১০০ দিনের কাজের টাকা আঁটকে রাখা নিয়ে কেন্দ্র-রাজ্য দ্বন্দ্ব তুঙ্গে, এবার কারণ জানতে চেয়ে রিপোর্ট তলব হাইকোর্টের

টিডিএন বাংলা ডেস্ক: ১০০ দিনের কাজের টাকা আঁটকে রাখা নিয়ে দীর্ঘ দিন থেকেই কেন্দ্র-রাজ্য দ্বন্দ্ব তুঙ্গে। এবার সেই টাকা বন্ধ রাখার কারণ জানতে চেয়ে রিপোর্ট তলব করলো কলকাতা হাইকোর্ট। দীর্ঘ দিন থেকেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের ১০০ দিনের কাজের আসা টাকা বন্ধ আছে। প্রথম থেকেই এই রাজ্যের শাসক দল তৃণমূল অভিযোগ করে আসছে ইচ্ছাকৃত ভাবেই ১০০ দিনের কাজের টাকা আঁটকে রাখছে কেন্দ্রের বিজেপি সরকার। অন্যদিকে কেন্দ্রের শাসক দল বিজেপির পাল্টা অভিযোগ ১০০ দিনের কাজে ব্যাপক দুর্নীতি ও হিসাবের গড়মিলের কারণেই টাকা দিচ্ছে না কেন্দ্র। এই অভিযোগ পাল্টা অভিযোগের কারণে কেন্দ্র-রাজ্য দ্বন্দ্ব তুঙ্গে উঠেছে। চড়ছে রাজনীতির পারদ। এই নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়।

আজ মঙ্গলবার সেই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্ট টাকা বন্ধের কারণ জানতে চেয়ে কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট তলব করেছে। আদালত এদিন তার পর্যবেক্ষনে জানিয়েছে, অবিলম্বে কেন্দ্রকে গোটা বিষয়টা তদন্ত করে জানাতে হবে। এই প্রকল্পের সঙ্গে যুক্তরা যাতে বঞ্চিত না হন তাও কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে নিশ্চিত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।