করোনার সংক্রমণ রুখতে চিনে ভারতীয়দের প্রবেশে নিষেধাজ্ঞা

টিডিএন বাংলা ডেস্ক: করোনার সংক্রমণ রুখতে এবার চীনের ভারতীয়দের প্রবেশে নিষেধাজ্ঞা ঘোষণা করা হলো। সম্প্রতি ৩০ অক্টোবর বন্ধে ভারত মিশনের মাধ্যমে দিল্লি থেকে বহন পৌঁছনো ১৯ জন যাত্রী করোনা পজেটিভ হিসেবে ধরা পড়েন। এর পরেই চীনা বিদেশ মন্ত্রী ওয়াঙ্গ বেনচিন বলেছিলেন, হুয়েই স্বাস্থ্য আয়োগের রিপোর্ট অনুসারে, ওই বিমানের চারজন করোনার লক্ষণ যুক্ত যাত্রীর পরীক্ষা হওয়ার পর তারা করোনায় সংক্রমিত হওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া যায়। অপরদিকে ১৯ জন এমন যাত্রীর করোনা পজিটিভ ধরা পড়ে যাদের মধ্যে করোনার কোনরকম লক্ষণ ছিল না। যদিও এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছিল বুহানের উদ্দেশ্যে যাত্রা করা ঐ বিমানের যাত্রীদের রিপোর্ট অনুযায়ী তাঁরা করোনায় সংক্রমিত ছিলেন না।