টিডিএন বাংলা ডেস্ক: লোকাল ট্রেনের নিত্য যাত্রীদের জন্য সুখবর। সামনের সপ্তাহে বুধবার থেকেই চলবে রেল। নতুন টাইম টেবিলে নয় বরং পুরোনো টাইমটেবিল এই কিছু অদল বদল করে বেশি সংখ্যক লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিলেও রেল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার নবান্নে রাজ্য রেল বৈঠকের পরে এমনটাই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে দাবি সূত্রের। এদিনের বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রতিদিন হাওড়া ও শিয়ালদা ডিভিশন মিলিয়ে মোট ১৮১ জোড়া ট্রেন চালানো হবে। যার মধ্যে শিয়ালদহ ডিভিশনে চলবে মোট ১১৪ জোড়া লোকাল ট্রেন এবং হাওড়া ডিভিশনে চলবে ৫০ জোড়া লোকাল ট্রেন। সূত্রের খবর অনুযায়ী আপাতত সমস্ত গুরুত্বপূর্ণ স্টেশনে দাঁড়াবে ট্রেন।অন্যান্য স্টেশন গুলির ক্ষেত্রে কতগুলি ট্রেন দাঁড়াবে সেই নিয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে, গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে যাত্রীদের ভিড় কমাতে গ্যালোপিং ট্রেনের সংখ্যা কমাতে পারে রেল কর্তৃপক্ষ। রেলের তরফ থেকে একটি বিজ্ঞাপন দিয়ে জানিয়ে দেওয়া হবে ট্রেনের টাইম টেবিলের পরিবর্তনের বিষয়ে। এর পাশাপাশি যাত্রীদের অহেতুক ভিড় কমাতে সমস্ত টিকিট কাউন্টার খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। ই টিকিট ব্যবস্থা এবং টিকিট ভেন্ডিং মেশিন গুলি ব্যবহারের জন্য উৎসাহ দেওয়া হচ্ছে।সূত্রের দাবি অনুযায়ী এদিনের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী স্টেশনে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত হলে বাড়ানো হবে রেলের সংখ্যা। আপাতত অফিস টাইমে রেলের সংখ্যা বাড়িয়ে ভিড় নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা করা হবে। আরপিএফ বাহিনীর পাশাপাশি রাজ্যের তরফ থেকেও ভিড় নিয়ন্ত্রণের জন্য প্রতিটি স্টেশনে ব্যবস্থা করা হবে। সূত্রের খবর অনুযায়ী নবান্নের তরফ থেকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে। আগামী সপ্তাহের সোমবার সন্ধ্যে বেলার মধ্যে ট্রেনে উঠতে গেলে করোনার সংক্রমণ রুখতে মাস্ক-স্যানিটাইজার সনের ব্যবহারের পাশাপাশি আর কি কি নিয়ম মেনে চলতে হবে তা নিয়ে একটি তালিকা প্রকাশ করার কথা ভাবছে কর্তৃপক্ষ। এদিকে লোকাল ট্রেন আপাতত কম সংখ্যায় চালু হওয়া প্রসঙ্গে বিরোধীদল বাম কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে ট্রেন কম সংখ্যায় চললে ভিড় বাড়বে যার ফলে করোনা সংক্রমনের আশংকাও বাড়বে। তাই আগের চেয়ে বেশি সংখ্যায় লোকাল ট্রেন চালানোর প্রস্তাব করা হয়েছে বিরোধী দলগুলির পক্ষ থেকে।