রাজ্য

বীরভূমে ১০০ দিনের কাজের কাটমানি না দিতে চাওয়ায় বয়স্ক মহিলাকে ধারালো অস্ত্রের কোপ

কৌশিক সালুই, টিডিএন বাংলা, বীরভূম: এক বয়স্ক মহিলাকে কোপানোর অভিযোগ উঠল কয়েকজন দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের লোকপুর থানার বনকাটা গ্রামে। আক্রান্ত মহিলা ও তার পরিবারের দাবি তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতি ১০০ দিনের কাজের টাকার কাঠ মানি চাইতে এসেছিল সেটা না দেওয়ায় ধারালো অস্ত্রের কোপ মাথায় মারা হয়েছে। মহিলা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে তৃণমূল তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে জানিয়েছে পারিবারিক বিরোধ রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। বিজেপি পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে গত বুধবার রাত্রে ছেপি বাউড়ি নামে এক ৬০ বছর বয়সী মহিলা কিছু দুষ্কৃতীর দ্বারা আক্রান্ত হন। মাথায় ধারালো অস্ত্রের কোপ মারা হয় বলে অভিযোগ। তাদের দাবি দুষ্কৃতীরা তৃণমূল আশ্রিত এবং ওই মহিলা ১০০ দিনের কাজে মজুরি বাবদ কিছু টাকা পেয়েছিলেন সেই টাকা থেকে কিছু অংশ দাবি করেন দুষ্কৃতীরা। মহিলা দিতে অস্বীকার করায় তাকে মারধর করা হয়। মহিলাকে প্রথমে স্থানীয় নাকরাকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। সেখান থেকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। অন্যদিকে আক্রান্ত মহিলার ছেলে রমেশ বাউরি জানান,” কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী মায়ের কাছে একশ দিনের টাকা ভাগ চাইতে এসেছিল। সেটা দিতে অস্বীকার করায় মায়ের মাথায় কোপ মারা হয়েছে”।

তৃণমূল কংগ্রেসের জেলা সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন,” এই ঘটনাটি সম্পূর্ণ পারিবারিক বিবাদ। অভিযুক্তরা কোনভাবেই তৃণমূলের নয়। পুলিশকে বলা হয়েছে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে”।
বীরভূম জেলা বিজেপির সভাপতি শ্যামাপদ মন্ডল জানান,” কাটমানির সরকার চলছে বর্তমানে রাজ্যে। চারিদিকে চলছে শুধু অরাজগতা। দোষীদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তি গ্রহণের দাবি জানাচ্ছি। আক্রান্ত পরিবারের পাশে আমরা আছি”।

Related Articles

Back to top button
error: