Highlightরাজ্য

শুভেন্দুর প্রাক্তন দেহরক্ষী শুভব্রত-র রহস্যমৃত্যুর তদন্তে নামল সিআইডি

টিডিএন বাংলা ডেস্ক : রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কয়েকগুণ অস্বস্তি বাড়িয়ে তাঁর প্রাক্তন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তী-র রহস্যমৃত্যুর ঘটনায় তদন্তভার হাতে তুলে নিল সিআইডি। শুভেন্দুর দেহরক্ষী থাকাকালীনই ২০১৮ সালে ‘রহস্যজনক’ ভাবে মৃত্যু হয় শুভব্রতর। স্বামীর মৃত্যুর আড়াই বছর পর সুবিচারের দাবিতে রাজ্য প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তাঁর স্ত্রী সুপর্ণা চক্রবর্তী।

২০১৮ সালে মাথায় গুলি লেগে নিহত হন শুভব্রত। গত শুক্রবার কাঁথি থানায় শুভব্রত-র স্ত্রী সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী তাঁর স্বামীকে খুনের অভিযোগ তুলে এফআইআর দায়ের করেছিলেন। আর তার জেরেই এই ঘটনার তদন্তভার নিজেদের হাতে তুলে নিয়ে সিআইডি।

আর এই ঘটনার তদন্তে নেমে এদিনই পূর্ব মেদিনীপুরের মহিষাদলে শুভব্রতর বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী সুপর্ণার সঙ্গে কথা বলবেন সিআইডি আধিকারিকেরা। স্বাভাবিক ভাবেই গোটা ঘটনায় বেশ চাপে পড়ে গিয়েছেন শুভেন্দু অধিকারী। যদিও তিনি মুখে তা প্রকাশ করছেন না। উপরন্ত শুভেন্দু ও বিজেপি উভয়েই এখন দাবি করছেন, রাজ্য সরকার এখন নানা ভুয়ো মামলাতে জড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতাকে জেলে ভরতে চাইছে।

 

Related Articles

Back to top button
error: