১ অক্টোবর থেকে রাজ্যে খুলছে সিনেমা হল-থিয়েটার, মানতে হবে স্বাস্থ্যবিধি

A worker sanitises seats in a cinema hall | Photo Credit: PTI

টিডিএন বাংলা ডেস্ক: পর্যাপ্ত স্বাস্থ্যবিধি মেনে আগামী ১ অক্টোবর থেকে রাজ্যে খুলছে সিনেমা হল-থিয়েটার। শনিবার ট্যুইট ‘স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে আগামী ১ অক্টোবর থেকে যাত্রা, নাটক, ওপেন এয়ার থিয়েটার, সিনেমা এবং সমস্ত ধরনের মিউজিক, ডান্স, আবৃত্তি এবং ম্যাজিক শোয়ের অনুমতি দেওয়া হবে। তবে এক্ষেত্রে ৫০ শতাংশ বা তার কম অংশগ্রহণকারী থাকতে পারবেন। সেইসঙ্গে মেনে চলতে হবে শারীরিক দূরত্ব বিধি। সবাইকে মাস্ক পরতে হবে। পাশাপাশি সমস্ত সতর্কতামূলক প্রটোকল মেনে চলতে হবে।’