রাজ্য

রাজ্য পুলিশের ডিজির পাশে দাঁড়িয়ে রাজ্যপালকে কড়া চিঠি মমতার

টিডিএন বাংলা ডেস্ক: রাজ্য পুলিশের সর্বোচ্চ পদাধিকারীর পাশে দাঁড়িয়ে রাজ্যপালকে কড়া চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টতই লিখেছেন, ‘আপনি কেন্দ্রে শাসকদলের এজেন্টের মতো কাজ করছেন! যেহেতু আপনি রাজ্যের সাংবিধানিক প্রধান, তাই দুর্ভাগ্যজনক ভাবে সাংবিধানিক পদে থেকে কোনও রাজনৈতিক দলের সদস্য হতে পারেন না। কিন্তু আপনি কেন্দ্রের শাসকদলের এজেন্টের মতো কাজ করছেন যা খুবই হতাশাজনক। এধরনের স্বেচ্ছাচারিতা বা রাজ্যে এ ধরনের এজেন্সি খুলে বসা আমাদের রাষ্ট্র নির্মাতারা দুঃস্বপ্নেও ভাবেননি!’ এদিন ফের রাজ্যপালকে মনে করিয়ে দিয়ে বলেন, ‘সরকার জনগণের নির্বাচিত। তিনি নিজেও নির্বাচিত হয়েই মুখ্যমন্ত্রী পদে বসেছেন। রাজ্যপাল সম্পূর্ণ মনোনীত। তাই আইন মেনে সাংবিধানিক কাজ করা উচিত। প্রশাসনিক কাজে অযাচিত ভাবে রাজ্যপালের হস্তক্ষেপ কাম্য নয়।’ উল্লেখ করা যেতে পারে, সম্প্রতি রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে রাজভবনে ডেকে পান রাজ্যপাল। কিন্তু সেখানে না যাওয়ায় ডিজিকে কড়া আক্রমন করেন ধনকর।

Related Articles

Back to top button
error: